ডেস্ক রিপোর্ট : তিনবার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ফেল করেছেন আব্দুল আলী বেপারী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনে এমপি পদে মনোনয়নপত্র দাখিল করেছেন তিনি।
সোমবার (২৯ ডিসেম্বর) জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমুন নাহার সুলতানার কাছে তিনি নিজে তার মনোনয়নপত্র জমা দেন।
এর আগে ২০২৩ সালে একই আসনে এমপি পদে মনোনয়নপত্র জমা দিলেও বাছাইয়ে প্রার্থিতা বাতিল হয় আব্দুল আলীর। তবে ওই সময় মনোনয়ন ফরম জমা দিতে যে সাদা রঙের পাঞ্জাবি আর সোয়েটার (কোট) পরে এসেছিলেন এবারও একই ড্রেস পরে জেলা রিটার্নিং অফিসে আসেন তিনি।
সূত্রমতে, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্বাচন এলাকার মোট ভোটারের মধ্যে এক শতাংশ ভোটারের স্বাক্ষরসহ জমাদানের বিধান থাকলেও সেই শর্ত পূরণ না করায় মনোনয়ন বাতিল করেন তখনকার রিটার্নিং অফিসার। প্রার্থিতা বাতিলের কথা শুনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রার্থিতা ফেরত চেয়ে কান্নায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে তাকে সান্ত্বনা দেয় এবং প্রার্থিতা ফিরে পেতে আপিলের পরার্মশ দেন।
হলফনামাপত্র সূত্রে জানা যায়, মানিকগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল আলী বেপারী মানিকগঞ্জের ঘিওর উপজেলার বেড়াডাংগা এলাকার মৃত কিয়ামুদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন কৃষক ও স্বশিক্ষিত।
পরিবারিক সূত্রে জানা যায়, মো. আব্দুল আলী বেপারী ২০১১, ২০১৬ ও ২০২১ সালে ঘিওর উপজেলার সিংজুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করেন এবং পরাজিত হন। পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পরে এবার তিনি মানিকগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমা দিয়ে আব্দুল আলী বেপারী যুগান্তরকে জানান, এবারও তিনি এমপি পদে লড়বেন। এবার মনোনয়ন বাতিল হবে না বলে আশাবাদী তিনি। অভিজ্ঞ একজনকে দিয়ে তার মনোনয়ন ফরম কিনেছেন। বাতিল হওয়ার চান্স নাই!
Leave a Reply