পরিমল বিশ্বাস : সোনারগাঁয়ে মোগড়াপাড়া ইউনিয়নে মোবাইল কোটের মাধ্যমে তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও ৩৩,০০০ টাকা জরিমানা করেন তিতাস কতৃপক্ষরা।
২৪ ডিসেম্বর বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে ছোট সাদিপুর ১ টি অবৈধ ঢালাই কারখানা, মোগড়াপাড়া কলেজ রোড ১ টি ঢালাই কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও আবাসিক গ্রাহককে ২৫ হাজার টাকা ও বেকারীকে ৮ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিফ আল এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।
ঢালাই কারখানাগুলো স্থাপনা নষ্ট করা হয়।
এ সময় তিতাস কতৃপক্ষরা বলেন, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
Leave a Reply