কামরুল হাসান, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ডিসেম্বর) সকাল সোয়া ৯টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতিপ্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে মানববন্ধন শেষে সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ লাল শাপলা হলরুমে দুর্ণীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা
শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি শিক্ষক আব্দুস ছত্তার মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক,বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম বিল্লাহ,সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এস এম শাহজাহান সিরাজ,উপজেলা এলজিইডির প্রকৌশলী মোঃ সফিউল আজম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম আনসার,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু তাহের হেলাল,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহজাহান মোল্লা,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্ত,উপজেলা সমাজসেবা অফিসার সাধন চন্দ্র বল,উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ জসীমউদ্দিন,মুক্তিযোদ্ধা আবুল কালাম দাড়িয়া, মোদাচ্ছের ঠাকুর,সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন।এসময় কমলকুড়ি বিদ্যানিকেতন এর প্রধান শিক্ষক ইদ্রিসুর রহমান,শাহানা রশিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিএম বাবুল হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা দেশের বিভিন্ন সেক্টরে ব্যপক হারে নানা কৌশলে দুর্ণীতির প্রবনতা বৃদ্ধি পাওয়াসহ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দুর্ণীতি হচ্ছে বলে আলোচনা করেন।
Leave a Reply