কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির উপজেলা শাখার নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
রোববার সকাল ১১টায় পবিত্র কোরআন তিলাওয়াত, জাতীয় পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে নতুন কার্যালয়ের উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ–দপ্তর সম্পাদক মোঃ মুনির হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জব্বার মৃধা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—পটুয়াখালী পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ কামাল হোসেন, বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল গনি শিকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক উপজেলা যুবদলের সদস্য সচিব বশির পঞ্চায়েত। এ ছাড়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ মুনির হোসেন বলেন, “অতীত সরকারের দমন–পীড়নের কারণে বাউফলে বিএনপি অফিস ভাড়া নিতে আমরা নানাবিধ প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছি। স্বৈরশাসনের সহযোগীদের কারণে কেউ আমাদের অফিস ভাড়া দিতে সাহস করেনি। বাধ্য হয়ে সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজের বাসভবন অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার করতে হয়েছে।”
তিনি আরও বলেন, “আজকের এই নতুন কার্যালয় উদ্বোধনের মাধ্যমে বাউফল উপজেলা বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হলো। আমরা বাউফল পৌর বিএনপি ও প্রতিটি ওয়ার্ড কমিটিকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছি। অতীতের মতো ভবিষ্যতেও বাউফলবাসীর পাশে থাকবো, ইনশাআল্লাহ।”
নতুন কার্যালয় উদ্বোধনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। তারা “শহীদ জিয়া অমর হোক”, “খালেদা জিয়া জিন্দাবাদ”, “তারেক রহমান জিন্দাবাদ”—স্লোগানে দলীয় কার্যালয় চত্বর মুখরিত করে তোলেন।
Leave a Reply