পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলায় মোবাইল কোটের মাধ্যমে তিতাসের অভিযানে ২৩৫ টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও একটি হোটেল মালিক কে ১ লাখ টাকা জরিমানা সহ ১৫ দিনের জেল দেওয়া হয়।
বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে বানিয়াদি হাসেম পেপার, পাড়াগাঁও, ডহরগাঁও এলাকায় ৫ টি স্পটে ১৬৪ টি বাড়ির ২৩৫ টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও ডহরগাঁও ধানসিঁড়ি রেষ্টুরেন্ট এন্ড সুইটস এর মালিককে ১ লাখ টাকা জরিমানা সহ ১৫ দিনের জেল দেওয়া হয়।
এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা, ও রূপগঞ্জ জোনের ম্যানেজার প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।
আরো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ জোনের সহকারী প্রকৌশলী রায়হান, সহ তিতাস কতৃপক্ষরা ও বিপুল সংখ্যক পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় তিতাস কতৃপক্ষরা বলেন, রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত আছে যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
Leave a Reply