স্টাফ রিপোর্টার : “দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় গোপালগঞ্জের কোটালীপাড়ায় (২৬ নভেম্বর – ০২ ডিসেম্বর) জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনীর শুভ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে আজ বুধবার বেলা ১১টায় এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজ মাঠ চত্বরে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল।
প্রাণী সম্পদ কর্মকর্তা মিরাজ হোসেনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক।
এ সময়- সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ, বিআরডিবি কর্মকর্তা আবু তাহের হেলাল, প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা, ডাঃ সবুজ চন্দ্র রায়, মাঠ সহকারী নাজমুল দাড়িয়া, খামারী খোকন শেখ বক্তব্য রাখেন।
অন্যদের মধ্যে প্রকৌশলী সফিউল আজম, এসআই শহিদুল ইসলাম, উপজেলা সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা আবুল কালাম খান, সিদ্দিকুর রহমান, এআই টেকনিশিয়ান সিরাজুল ইসলাম, জাকারিয়া শেখ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মাঠ কর্মী, খামারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সবশেষে প্রদর্শনীতে আগত খামারীদের মধ্য ২জন খামারীকে বিভিন্ন ক্যাটাগরীতে সনদ প্রদান করেন অনুষ্ঠানে আগত অতিথি বৃন্দ।
Leave a Reply