কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া জেলার পদ্মা নদীতে নিখোঁজের ৮ দিন পর শ্রমিক দল নেতা আবেদুর রহমান আন্নুর (৫৩) মরদেহ ফরিদপুরের পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে নৌপুলিশ।
আবেদুর রহমান আন্নু কুষ্টিয়া সদর উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এবং বাস মালিক সমিতির কর্মকর্তা ছিলেন। তার বাড়ি কুষ্টিয়া পৌর এলাকার পূর্ব মজমপুর এলাকায়।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে মরদেহের ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
জানা যায়, সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের কবিরপুর খেয়াঘাট এলাকায় একটি মরদেহ পদ্মা নদীতে ভাসতে দেখে ৯৯৯ এ ফোন দেয় স্থানীয় এলাকাবাসী। পরে রাত ৯টার দিকে নৌপুলিশের সিঅ্যান্ডবি ঘাট ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছৈ মরদেহ উদ্ধার করে। মরদেহের পকেটে থাকা মোবাইলের সূত্র ধরে পরিচয় নিশ্চিত করে পুলিশ। খবর পেয়ে মঙ্গলবার সকালে নিহতের স্বজনরা ফরিদপুরে আসেন।
দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুর নৌ-পুলিশের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।
তিনি জানান, গতকাল সোমবার সন্ধ্যায় ফরিদপুর জেলা সদরের ডিক্রিরচর ইউনিয়নের কবিরপুর খেয়াঘাট এলাকায় পদ্মা নদীতে অজ্ঞাতপরিচয় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা জরুরি পরিষেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশকে অবগত করেন। রাত ৯টার দিকে কোতোয়ালি ফাঁড়ির পুলিশ সদস্যরা গিয়ে মরদেহটি উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।
নিহতের পরিবারের সদস্যরা জানায়, গত ১৭ নভেম্বর দুপুরে কুষ্টিয়া সদর উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আবেদুর রহমান আন্নু হাট হরিপুর এলাকা থেকে পদ্মা নদীতে ট্রলারে পিকনিকে যান। নদীর মধ্যে অন্য আরেকটি ট্রলার আন্নুর থাকা ট্রলারকে ধাক্কা দিলে সে পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায় না। নিখোঁজের পরদিন আন্নুর স্ত্রী জিয়াসমিন আরা রুমা কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, নৌ পুলিশ লাশ উদ্ধার করেছে। আন্নু নিখোঁজের ঘটনায় তাঁর স্ত্রী থানায় জিডি করেছিলেন।
Leave a Reply