কামরুল হাসান, কোটালীপাড়া : কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জেলা জামায়াতের আমির ও গোপালগঞ্জের কোটালীপাড়া-টুঙ্গিপাড়া সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক রেজাউল করিম বলেছেন জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে ব্যবসা বান্ধব সরকার হবে।
বাংলাদেশে আমরা চ্যলেঞ্চ করে বলতে পারি, আমাদের একজন কর্মী কোন ভাইয়ের কাছ থেকে ১০ টাকা চাদাঁ চেয়েছে,এমন কোন প্রমান দেখানোর সুযোগ নেই, আমরা চাঁদাবাজি করিনা,আমরা ক্ষমতায় আসলে কাউকে চাঁদাবাজি করতে দিবনা, নির্দ্বীধায় ব্যবসা করেন কাউকে চাঁদা দিবেন না, কাউকে চাঁদা দিয়ে ব্যবসা করার প্রয়োজন হবেনা, চাঁদাবাজদের কারণে প্রত্যেকটা জিনিসপত্রের মুল্য বৃদ্ধি,আমরা কথা দিচ্ছি জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে ব্যবসা বান্ধব সরকার হবে।শান্তিতে থাকবে নিরাপদে ব্যবসা করবে।
তিনি বলেন, সকল দল দেখা শেষ জামায়াতে ইসলামীর বাংলাদেশ, সবাইকে দেখেছেন বার বার জামায়াতে ইসলামী একবার।
পাচঁ বছরের ক্ষমতা দিন পঁচিশ বছরের কাজ করবো ইনশাআল্লাহ, জামায়াতের আমির দুর্ণীতিবাজ ও চাঁদাবাজদের উদ্দেশ্য করে বলেন আমাদের একটি মাত্র জিহাদ হবে দুর্ণীতিবাজদের বিরুদ্ধে চাঁদাবাজদের বিরুদ্ধে
অধ্যাপক রেজাউল করিম সমপ্রীতি নৈয়ারবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মেলার নামে চাঁদা আদায়ের একটি ঘটনাকে উদ্দেশ্য করে বলেন দুইদিন আগে পীড়ারবাড়ী একটি মেলাকে কেন্দ্র করে কি ভাবে চাঁদা উঠানো হয়েছে,এটা কোন সভ্য দেশে হতে পারেনা,মানুষ সারারাত জেগে ব্যবসা করবে আর সেখানে চাঁদাবাজি হবে এটা হতে পারেনা তিনি প্রশাসন এবং সাংবাদিকদের উদ্যেশ্য করে বলেন আমি প্রশাসন এবং সাংবাদিক ভাইদের বলছি,ডিসি এসপি মহোদয় ওসি মহোদয় ইওনো মহোদয় আপনারা জনগণের পাশে দাড়ান,এই সমস্ত অন্যায় প্রশ্রয় দিবেন না,অন্যায়ের কাছে মাথা-নতো করবেন না,যদি অন্যায়ের কাছে মাথা-নতো করেন তাহলে জনগন জুলাইয়ের মত বিস্ফোরণ ঘটাবে,জনগণের পাশে নির্যাতিত মানুষের পাশে দাড়ান,অন্যায়ের বিরুদ্ধে দাড়ান,অন্যায়ের পক্ষে দাড়াবেন না,অন্যায়ের কাছে মাথা-নতো করবেন না,আমরা আগামীদিনে যেখানে অন্যায় দেখবো,চাঁদাবাজ দেখবো,সবাই মিলে রুখে দাঁড়াবো।
শনিবার বিকেলে ঘাঘর বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোটালীপাড়া উপজেলা শাখার আয়োজনে এক ব্যবসায়ী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির গাজী ছোলায়মান এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ এর সঞ্চালণায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন
গোপালগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমির মোঃ তিতাস আহমেদ, উপজেলা জামায়াতের নায়েবে আমির মোঃ মিজানুর রহমান সেকেন্দার,পৌর জামায়াতের সভাপতি আক্তার দাড়িয়া।এসময় ঘাঘর বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply