বিশেষ প্রতিনিধি : নারায়ণগঞ্জে আড়াইহাজার উপজেলায় মোবাইল কোটের মাধ্যমে তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও একটি প্রতিষ্ঠানকে ১ লাখ ১ হাজার টাকা জরিমানা করেন তিতাস কতৃপক্ষরা।
২০ নভেম্বর বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে ব্রাক্ষন্দী ইউনিয়নয়ে ৩ টি স্পটে ১৮০ টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা ও ২ জনকে ১ হাজার টাকা জরিমানা করেন তিতাস কতৃপক্ষরা।
এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোনাব্বর ও আড়াইহাজার জোনের ম্যানেজার রায়হান কবির এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।
অবৈধ সংযোগ স্হাপনাকারী সম্পুর্ন উচ্ছেদ বিতরণ লাইন হতে কিল করা হয়েছে।
এ সময় তিতাস কতৃপক্ষরা বলেন, আড়াইহাজারে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত আছে যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
Leave a Reply