এস এম দুর্জয় :গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে উপবন ফিলিং স্টেশনের সাথে ফিনিশ কারখানায় কেমিক্যালের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ বেলা সাড়ে ১২ টার দিকে এ আগুনের ঘটনা ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিটসহ স্থানীয় হাজী নূরুল ইসলাম মডেল একাডেমির স্কাউট গ্রুপ শিক্ষার্থীরা ও আগুন নিয়ন্ত্রণের কাজ করছেন।
স্থানীয়রা জানায়, বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে আগুনের সূত্রপাত হয়। ধোয়া দেখতে পেয়ে তাতক্ষনিকভাবে কারখানার শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করলে ব্যার্থ হয়। ততক্ষণে আগুন ছড়িয়ে পরলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।প্রথমে মাওনা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভাতে শুরু করে।
ভয়াবহতা বাড়তে থাকায় একে একে আশপাশের স্টেশনগুলো থেকে যোগ দেয় আরও ৭ টি ইউনিট।শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন আশপাশের বাসা বাড়িতেও ছড়িয়ে পরেছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সড়িয়ে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি।
Leave a Reply