কামরুল হাসান, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর খাতের আওতায় রবি মৌসুমে উফশী ও হাইব্রিড ধানে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১ টায় গ্রীন উপজেলা পরিষদ চত্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক।
এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম বিল্লাহ,উপজেলা কৃষি অফিসার দোলন রায়, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু তাহের হেলাল,অতিরিক্ত কৃষি অফিসার মুক্তা মন্ডল, কৃষি সম্প্রসারণ অফিসার দেবাশীষ দাস,উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃত্তিবাস পান্ডে,উপ-সহকরী কৃষি অফিসারগন ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক/কৃষানীরা উপস্থিত ছিলেন।
একর্মসূচীর আওতায় রবি মৌসুমে ১৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়।উফশী ধান ফসলের বিপরীতে প্রতি কৃষক বীজ-৫ কেজি, ডিএপি সার-১০ কেজি ও এমওপি সার-১০কেজি পাবেন। কর্মসূচীর আওতায় রবি মৌসুমে ৫০০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ২ কেজি করে হাইব্রিড জাত বীজ বিতরন করা হয়।
Leave a Reply