ফারহানা আক্তার, জয়পুরহাট : জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক আশরাফুল ইসলাম বলেছেন, বাংলাদেশের কোন মানুষ কর্মহীন থাকবেনা, কোন যুবক বেকার থাকবেনা। কোন যুবক অভাবের কারণে পরিবারের কাছে বোঝা হয়ে থাকবেনা। এমন ৭ দফা কর্মসূচি যুব শক্তি গ্রহণ করেছে। দেশে এই কর্মসূচি বাস্তবায়নে যুবশক্তি কাজ করে যাচ্ছে।
মঙ্গলবার বিকেলে জয়পুরহাট শহরের ধানমন্ডির একটি রেষ্টুরেন্টের হলরুমে জয়পুরহাট জেলা যুবশক্তির নবনির্বাচিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা তরুণদের বেকারত্ব দূরীকরণ, মানবিক সেবা, এবং দুর্নীতিমুক্ত নেতৃত্ব তৈরিতে কাজ করবো। প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, থানা ও উপজেলায় আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে যুবশক্তিকে সবচেয়ে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলা হবে। যুবশক্তি এমন নেতাদের তৈরি করবে যারা ভবিষ্যতে দেশের নেতৃত্বে থেকে মানুষের আলোর পথ দেখাতে সক্ষম হবে
জেলা যুবশক্তির আহ্বায়ক মাওলানা ইমরান হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, এনসিপির জেলার যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু, জেলা যুবশক্তির সদস্য সচিব গোলাপ হোসেন, মুখ্য সংগঠক মাহমুদুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব বিপ্লব হোসেন ও যুগ্ম সদস্য সচিব তানিয়া ইসলাম
অনুষ্ঠানে নবগঠিত ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ছাড়াও পাঁচটি উপজেলা ও থানার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply