কামরুল হাসান, কোটালীপাড়া : গোপালগঞ্জ জেলা জামায়াতের আমির ও গোপালগঞ্জের কোটালীপাড়া-টুঙ্গিপাড়া সংসদীয় আসন ৩ এর জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক রেজাউল করিম বলেছেন একটি কল্যাণমুলক রাষ্ট্র যদি হয়,বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি সরকার গঠন করে এই যুবকরা হবে সবচেয়ে বর সম্পদ,প্রত্যেক যুবকের হাতকে সম্পদে রুপান্তরিত করা হবে,যুবকদের বেকার জীবনের অভিশাপ থেকে আমরা রক্ষা করতে চাই,আমরা বাংলাদেশের মধ্যে একটি মাত্র রাজনৈতিক দল যাদের স্কুল আছে কলেজ আছে মাদ্রাসা আছে,বিশ্ববিদ্যালয় আছে ব্যাংক আছে বিমা আছে ব্যবসা আছে সকল সেক্টরে জামায়াতের ভুমিকা আছে অন্য কারো নেই,আমরা চ্যলেঞ্চ করে বলতে পারি বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধনী সংগঠন জামায়াত ইসলামী বাংলাদেশ,জামায়াতে ইসলামীর ইবনেসিনায় হাজার,হাজার,যুবক চাকরি করে,আরো হাজার,হাজার যুবককে চাকরি দেওয়া যাবে।
শনিবার বিকেলে শাহানা রশিদ বালিকা উচ্চ বিদ্যালয় কোটালীপাড়া যুব বিভাগের উদ্যোগে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা জামায়াতের আমির গাজী সোলায়মান এর সভাপতিত্বে ও পৌর জামায়াতের সভাপতি আক্তার দাড়িয়ার সঞ্চালণায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে গোপালগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমির তিতাস আহম্মেদ,কোটালীপাড়া উপজেলা জামায়াতের নায়েবে আমির মিজানুর রহমান সেকেন্দার, অমুসলিম যুব কলাবাড়ী ইউনিয়ন শাখার সদস্য দিপংকর কৃর্তুনীয়া সাদুল্লাপুর ইউনিয়ন শাখার সদস্য জগদীশ ঘরামী প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় উপজেলা জামায়াতের অন্যান্য নেতারা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুব শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।সমাবেশ শেষে একটি মিছিল শাহানা রশিদ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে পৌর কিচেন মার্কেট গিয়ে শেষ হয়।
Leave a Reply