কুষ্টিয়া প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে বিএনপির (ধানের শীষ) মনোনীত এমপি প্রার্থী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী বলেছেন, জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকরা সামাজিকতা পেশা হিসাবে সাংবাদিকতা করেন।
মফস্বলের সাংবাদিকরা আর্থিক সুবিধা ছাড়া বা নামমাত্র সুবিধায় কাজ করেন। ওয়েজ বোর্ড অনুসরণ না করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, সাংবাদিক বা সাংবাদিকতা উচ্চ শ্রেণির পেশা। একইসাথে সাংবাদিকদের ন্যায্য সুবিধা দেওয়া রাষ্ট্রের মৌলিক দায়িত্ব।
শনিবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এমন মন্তব্য করেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী।
তিনি বলেন, আমার উল্লেখ্যযোগ্য তিনটি লক্ষ্য হলো এই অঞ্চল থেকে মাদক ও সন্ত্রাস নির্মূল করা, বাল্যবিবাহ একেবারে বন্ধ করা এবং শিক্ষা ও সামাজিক উন্নয়ন করা।
তিনি উল্লেখ করেন, শিক্ষা প্রতিষ্ঠানে নারী শিক্ষার্থী কমে যাওয়ার কারণ বাল্য বিয়ে এবং ছেলে শিক্ষার্থী কমে যাওয়ার কারণ হলো মাদক। সেই সাথে শিক্ষাপ্রতিষ্ঠানেও লেখাপাড়ার পরিবেশ সৃষ্টি করা।
ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী আরও বলেন, ‘আমি এই এলাকা থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি নির্মূল করতে চাই। এ ব্যাপারে আমার অবস্থান শক্ত। এতে যদি আমার রাজনৈতিক ক্ষতিও হয় তাও কোন ছাড় দেবো না।’
আসন্ন নির্বাচন নিয়ে তিনি বলেন, নির্বাচনে এলাকায় শান্তিপূর্ণ অবস্থান বিরাজ রাখতে চাই। রাজনৈতিক মতভেদ থাকতে পারে। সকলকে ঐক্যবদ্ধভাবে বিএনপিকে জয়ী করতে আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বছর ধরে বলে আসছেন, এদেশের বিরুদ্ধে একটা আন্তর্জাতিক গভীর ষড়যন্ত্র রয়েছে। ষড়যন্ত্রকারীদের মূল্য লক্ষ্য যেন দুর্বল সরকার গঠন হয়। ফ্যাসিট হাসিনা সরকার পতনের পরে এই ষড়যন্ত্রকারীদের লক্ষ্য হলো দেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপির জনপ্রিয়তা কীভাবে কমানো যায় এবং কীভাবে বিএনপি কমানো যায়। এজন্য বিভিন্ন ক্ষেত্রে অপপ্রচার করা হচ্ছে।
রাগিব রউফ চৌধুরী বলেন, তারেক রহমান বলেছেন বিএনপির নেতাকর্মীদের নৈতিক আদর্শ হলো নির্বাচনী প্রচারণায় ধানের শীষ প্রতীকের পক্ষে দলের সাথে কাজ করা। আমি বিএনপির প্রার্থী হিসাবে প্রত্যাশা করি যে, আমরা সকলে একসাথে কাজ করবো।
এসময় মিরপুর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্টনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply