অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহমদ। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব যাদব সরকার। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা আলমগীর হোসেন, জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় সংগঠক ও গাইবান্ধা জেলার প্রধান সমন্বয়কারী নাজমুল হাসান সোহাগ, সদর বিএনপির সাবেক সাধারন সম্পাদক, ইলিয়াস হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ক্রীড়া ব্যক্তিত্ব।
টুর্নামেন্ট আয়োজন করেছে গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, সহযোগিতায় করেন জেলা ক্রীড়া সংস্থা।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে গোবিন্দগঞ্জ সরকারি কলেজ ও সুন্দরগঞ্জ সরকারি কলেজ। রোমাঞ্চকর এ খেলায় ৬–১ গোলের ব্যবধানে জয় লাভ করে গোবিন্দগঞ্জ সরকারি কলেজ।
আয়োজকরা জানান, এ টুর্নামেন্টে জেলার মোট ১২টি কলেজ অংশগ্রহণ করছে। আগামী ২২ নভেম্বর ২০২৫ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
Leave a Reply