বাংলাদেশ খবর ডেস্ক,
ম্যাচের প্রথম ৩২ মিনিটেই তিন গোল। তাতেই নির্ধারিত হয়ে যায় জয়-পরাজয়। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের একমাত্র ম্যাচে শেখ রাসেল ২-১ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনীর পর জয় দিয়ে লিগে শুরু করল শেখ রাসেল ক্রীড়া চক্রও। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা উপহার দেয় অলব্লুজরা। ফলে ১২ মিনিটেই এগিয়ে যায় তারা। অবশ্য তা ব্রাদার্সের গোলকিপার মহিউদ্দিন রানুর ভুলেই। ভুলবশত বক্সের বাইরে এসে বল ধরেন তিনি। ফ্রিকিক পায় শেখ রাসেল। সেটপিস থেকে ডান পায়ে শট নেন মোহাম্মদ আবদুল্লাহ। বল ক্রসবারে লেগে জালে প্রবেশ করে (১-০)।
মিনিটদুয়েক পরই দ্বিতীয় গোলের আনন্দ শেখ রাসেল শিবিরে। মাঝমাঠ থেকে বখতিয়ারের লং পাস নিজের পোস্ট ছেড়ে এসে ক্লিয়ার করতে যান ব্রাদার্সের গোলকিপার মহিউদ্দিন। তার শট সতীর্থ ওসাগি মানডের গায়ে লেগে চলে যাচ্ছিল জালের দিকে। দৌড়ে এগিয়ে এসে মাথা ছুঁইয়ে গোল করেন রাসেলের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লোপেজ রদ্রিগুয়েস (২-০)। গোল পাওয়ার পর আনন্দাশ্রু তার দু’চোখে। দুই গোল হজম করে যেন জেগে ওঠে ব্রাদার্স। ৩২ মিনিটে ব্রাদার্সের এক খেলোয়াড়ের শট লাগে শেখ রাসেলের দিদারুল হকের হাতে। রেফারি পেনাল্টির বাঁশি দেন। স্পটকিক থেকে গোল করে ব্যবধান কমান ব্রাদার্সের কঙ্গোর ফরোয়ার্ড সিও জুনাপিও (১-২)। বাকি ৫৮ মিনিটে আরেকটি গোল শোধের জোর চেষ্টা করেও পারেনি গোপীবাগের দলটি। আরও গোলের কিছু সহজ সুযোগ নষ্ট হয়েছে শেখ রাসেলেরও। কিন্তু দু’দলের কেউই আর গোল না পাওয়ায় জয়ের তৃপ্তি নিয়ে মাঠ ছাড়েন শেখ রাসেলের কোচ সাইফুল বারী টিটু।
আজকের খেলা
বাংলাদেশ প্রিমিয়ার লিগ
সাইফ স্পোর্টিং ও রহমতগঞ্জ
(রাত ৮টা, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম)
Leave a Reply