স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় কুশলা ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, ৭১-এ হেমায়েত বাহিনীর অকুতোভয় সৈনিক বীর মুক্তিযোদ্ধা শামসুল হক (৮০)-কে রাস্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
তিনি অত্র ইউনিয়নের টুপরিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত: মুন্সি আঃ করিম শেখের ছেলে।
সে গত মঙ্গলবার বিকালে নিজ গৃহে শেষ নিস্বাস ত্যাগ করে। পর দিন বুধবার সকাল ১০ টায় সহকারী কমিশনার (ভূমি) প্রতিক দত্ত এর নেতৃত্বে একদল চৌকশ পুলিশ তাকে গার্ড অব অনার প্রদান করেন।
পরে স্থানীয় ঈদগাহ ময়দানে জানাযা শেষে হেমায়েত উদ্দিন বীর বিক্রম বাইতুল মামুর জামে মসজিদ চত্ত্বরে তার দাফন সম্পন্ন করা হয়। তিনি দীর্ঘ দিন যাবৎ হৃদযন্ত্র, কিডনী, ফুসফুস, খাদ্যনালী সমস্যা সহ নানান জটিল রোগে ভুগিতেছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী তিন ছেলে চার মেয়ে নাতী নাতনী সহ বহু গুনাগ্রহী রেখে গেছেন।
Leave a Reply