স্টাফ রিপোর্টার : “তরুনদের দেশ গড়ার অঙ্গিকার জনসেবায় স্থানীয় সরকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় এক বর্নাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হলরুম লাল শাপলায় আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক।
এ সময়- সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, প্রকৌশলী শফিউল আজম, সমাজসেবা কর্মকর্তা রকিবুল হাসান শুভ, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান হ্ওালাদার, ইউপি সচিব সুজয় সাহা, বীর মুক্তিযোদ্ধা মোদাচ্ছের হোসেন ঠাকুর, সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস, শিক্ষার্থী শামিমা আক্তার, হাসান বিশ্বাস বক্তব্য রাখেন।
অন্যদের মধ্যে- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ফায়েকুজ্জামান শেখ, বীর মুক্তিযোদ্ধা তৈয়াবুর রহমান সরদার, পৌর সচিব পিযুষ কান্তি বিশ্বাস, ইউপি সচিব রমনী রায়, সদস্য উপানন্দ বালা, মনির হোসেন, রুহুল আমিন সহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, উপজেলা ও পৌর সভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, ইউপি সচিব সদস্য, শিক্ষক শিক্ষার্থী, রেড ক্রিসেন্ট সোসাইটি, রোভার স্কাউট সহ নানান শ্রেণী পেশার মানুষ উপস্থিত থাকলেও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বৃন্দ ছিলেন অনুপস্থিত।
Leave a Reply