গাজীপুর জেলা বিএনপির মহাসমাবেশ সফল করার লক্ষ্যে শ্রীপুর উপজেলা বিএনপির প্রস্তুতি মিছিল
Update Time :
রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
২২৩
জন পঠিত
এস.এম দুর্জয়, গাজীপুর : আগামী ২৫ ফেব্রুয়ারী গাজীপুর জেলা বিএনপির মহাসমাবেশ সফল করার লক্ষে ও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখা,আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্ত মোকাবেলায় শ্রীপুরে প্রস্তুতি মিছিল ও পথসভা করেছে শ্রীপুর উপজেলা বিএনপি।
রোববার শ্রীপুর পৌর শহরের টেংরা রাস্তার মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে প্রদান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির কার্যালয়ে সামনে শেষ হয়,পরে জেলা বিএনপির মহাসমাবেশ সফল করতে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো:শাজাহান ফকিরের সভাপতিত্বে ও শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টারের সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন,গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা:শফিকুল ইসলাম, শ্রীপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন মৃধা ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, মাওনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন বাশার, কাওরাইদ ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদ হোসেন মন্ডল, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সি:সহসভাপতি জিয়াউর রহমান জুয়েল, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোশাররফ হোসেন,কাওরাইদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামসুল হক, শ্রীপুর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম পলাশ।
প্রস্তুতি মিছিলে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক,যুগ্ম সম্পাদক, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মুদিন ফকির, গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক সদস্য রাকিবুল ইসলাম আকন্দ, শ্রীপুর উপজেলা ছাত্র দলের সদস্য সচিব আমিনুল ইসলাম সরকার, তেলিহাটি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি এস.এম সুজন, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সি:যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইউসুফ, তেলিহাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পায়েল, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সহযুব বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, শ্রীপুর উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি আকরাম খন্দকার ও উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সাধারণ সম্পাদক অপু হোসেন মোল্লা, তেলিহাটি ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম বাবু,মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সদস্য ইঞ্জিনিয়ার সোহাগসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী প্রস্তুতি মিছিলে অংশ গ্রহণ।
নেতৃবৃন্দরা বক্তব্যে বলেন, জেলা বিএনপির মহাসমাবেশ সফল করতে সকলেই ঐক্যবদ্ধ হয়ে সমাবেশ সফল করার আহ্বান জানান।
Leave a Reply