স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে স্কাউটের জনক রবার্ট স্টিভেন্সন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল আব গিলওয়েল এর ১৬৮ তম জন্ম বার্ষিকী বি.পি দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার বেলা ১১ টায় স্কাউট পতাকা উত্তোলন ও প্রার্থনা সংগীত পরিবেশনের পর এক আনন্দ র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমি চত্ত্বরে কেক কেটে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ স্কাউট কোটালীপাড়া উপজেলা।
পরে পরিচালনা করা হয় পরিচ্ছন্নতা অভিযান। দুপুরে আয়োজন করা হয় মধ্যাহ্ন ভোজের। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক।
এসময় স্কাউট সম্পাদক ইদ্রিসুর রহমান, সাবেক সম্পাদক হাবিবুর রহমান মুকুল, কমিশনার কার্তিক চন্দ্র সরকার, সহকারী কমিশনার- জাকির হোসেন, নিহার রঞ্জন সমাদ্দার, মিজানুর রহমান, বিবেকানন্দ চক্রবর্তী, ইব্রাহীম শিকদার, লিডার সুবির চন্দ্র বিশ্বাস, কোষাধ্যক্ষ মেরী রানী রায়, শিক্ষক বদিউজ্জামান শেখ, নাছির উদ্দিন শেখ, স্কাউট- অমি দাস, নাফিস আহমেদ, ইয়াছিন শেখ, ঐশর্য্য মন্ডল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক শিক্ষার্থী ও স্কাউট বৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply