পরিমল বিশ্বাস : মহান ২১ শে ফ্রেবুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সকল শহীদদের স্বরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সোনারগাঁ উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার সকালে উপজেলা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা বিএনপির সহ সভাপতি নজরুল ইসলাম টিটু, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম সজীব , বিএনপি নেতা মাসুদ রানা, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দীপু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও উপজেলা যুবদল নেতা সালেহ মুসা, সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান মাসুম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সহ অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় আজহারুল ইসলাম মান্নান বলেন, ১৯৫২ সালে ভাষা রক্ষার দাবিতে বাংলা ভাষাকে রক্ষা করার জন্য লাল রক্তে রঞ্জিত হয়েছিল বাংলার দামাল ছেলেরা মায়ের ভাষা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য বুকের তাজা রক্ত দিয়ে আমাদের বাংলা ভাষায় কথা বলার সুযোগ করে দিয়েছেন তাদের প্রতি অন্তরস্থল থেকে গভীর শ্রদ্ধা জানাই। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সব সময় ঐকবদ্ধ হয়ে কাজ করে যাব। ও উপজেলা বিএনপিকে আরো শক্তিশালী করার লক্ষে কাজ করে যাব।
Leave a Reply