স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালিপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে ২১ ফেব্রুয়ারী রাত ১২.১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান – উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠন সহ সর্বস্তরের জনতা।
সকাল সাতটায় অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য প্রভাতফেরী। বেলা ১১ টায় হলরুম লাল শাপলায় অনুষ্ঠিত আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিযয়ীদের মাঝে বিতরণ করা হয় সনদপত্র ।
বিকালে শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
উপজেলা প্রশাসন আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন – উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক।
এ সময় বক্তব্য রাখেন – সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ব, অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, বিআরডিবি কর্মকর্তা আবু তাহের হেলাল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানজিলা খানম জুই, সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান মোল্লা, শিক্ষার্থী বদিউজ্জামান।
অন্যদের মধ্যে – বিএনপি নেতা ফায়েকুজ্জামান সেখ, ইউসুফ আলী দাড়িয়া, অলিউর রহমান হাওলাদার, রফিকুল ইসলাম হাওলাদার,মান্নান সেখ, অধ্যক্ষ দীলিপ ভাবুক, শিক্ষক ইদরিসুর রহমান সেখ, বদিউজ্জামান সেখ সহ উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, শিক্ষখ শিক্ষার্থী সহ নানান শ্রেনী পেশার মানুষ উপস্থীত ছিলেন।
Leave a Reply