কহিনুর বেগম, বাউফল : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ইয়াবাসহ মোঃ আলাউদ্দিন হাওলাদার (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত দুইটার দিকে উপজেলার ১৪নং নওমালা ইউনিয়নের বটকাজল বাজার থেকে আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আলাউদ্দিনকে নওমালা উইনিয়নের বটকাজল বাজার থেকে ৪৫ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আলাউদ্দিন উপজেলার নওমালা ইউনিয়নের নওমালা গ্রামের বাসিন্দা মোঃ জুলহাস হাওলাদারের ছেলে।
বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন বলেন, গ্রেফতারকৃত আলাউদ্দিনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে। আজ সকালে পটুয়াখালী আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply