এছাড়াও আরো উপস্থিত ছিলেন দেশবাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান এসএম মিজানুর রহমান, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মো: এমদাদুল হক স্বপন, সিনিয়র সহসভাপতি হাসনাইন তালুকদার দিবস, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মো: নুরুজ্জামান, সাংবাদিক এসএম রেজাউল করিম, মো: সাইদুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলোয়ত, গীতা পাঠ করা হয়। বাহিনীর বার্ষিক কার্যক্রম ও ভিডিওি ক্লিপ প্রদর্শণ ও ইউনিয়ন ও উপজেলা কমান্ডারগণ তাদের বিভিন্ন দাবী দাওয়া উপস্থাপন করেন।
প্রধান অতিথি রেঞ্জ কমান্ডার মো: আসাদুজ্জামান গনী বলেন, “৬১ লাখ কর্মকর্তা কর্মচারী ও সদস্য/সদস্যা সমন্বয়ে দেশের বৃহত্তম প্রাচীন ও ঐতিহ্যবাহী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিক্ষা বাহিনী।
এ বাহিনীর রয়েছে গৌরাবান্তিত ইতিহাস, প্রশংসনীয় কর্মযজ্ঞ ও সুবিশাল সাংগঠনিক তৎপরতা। এই ঐতিহ্যের সুশৃঙ্খল ধারাবাহিকতার অংশ হিসেবে প্রতি বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হচ্ছে এই সমাবেশ। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতার গৌরব উজ্জ্বল ভূমিকার পাশাপাশি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সরকারের গৃহীত কর্মসূচির সাথে একাত্ম হয়ে জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের সহযোগী হয়ে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উন্নয়ন সমন্বয়ের এই যুগ সন্ধিক্ষণে আজকের এই সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের সামুদ্রিক বন্দর, হাসপাতালসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় শান্তি শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত আছে এই বাহিনী।
তিনি আরো বলেন, আনসার ভিডিপি সদস্যদের বেতনভাতাসহ নানা সুযোগ সুবিধার বিষয়ে যথাযথ কর্তৃপক্ষপক্ষের মাধ্যমে বাস্তবায়নের চেষ্টা করা হবে।
Leave a Reply