পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ ও যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব-কে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক ও জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার সহ জামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন এর নেতাকর্মীরা।
রবিবার বিকেলে নেতাকর্মীদের সাথে নিয়ে ফুল শুভেচ্ছা জানিয়েছেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, জামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি গিয়াসউদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মেম্বার, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ওসমান মেম্বার, সুলতান আল মামুন,উপজেলা জাসাস সভাপতি আমির হোসেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক শাহআলম, সোনারগাঁও সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আঃ রহিম সহ অংগ সংগঠনেরর নেতাকর্মীরা।
এ সময় আল মুজাহিদ মল্লিক বলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপিতে অধ্যাপক মামুন মাহমুদ কে আহবায়ক ও মাসুকুল ইসলাম রাজিব কে যুগ্ম আহবায়ক করায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা রইলো নারায়ণগঞ্জে নতুন নেতৃত্বের মাধ্যমে বিএনপি ও অংগ সংগঠনকে আরো শক্তিশালী করে তুলবে বলে আশাকরি ও সুন্দর ভাবে বিএনপিকে সাজাবে। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা সকলে মিলে মিশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাব। এবং মাদকমুক্ত একটি সুস্থ সমাজ গড়ে তুলতে কাজ করে যাব।
Leave a Reply