বিগত সরকার একটি ডামি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র হত্যা করে দাফন দিয়েছিল। সকল পত্রিকা, প্রচার মিডিয়া বন্ধ করে দিয়ে তাদের অনুসারী কয়েকটি মিডিয়া চালু রেখেছিল। তারা জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করেছিল। এখন পর্যন্ত নিবন্ধন ফিরিয়ে দেয়া হয় নাই। আমরা দ্রুত জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পেতে সরকারের কাছে আহ্বান জানাচ্ছি।
শনিবার (১৫ ফেব্রুয়ারি ) বেলা ১১ টায় ঝালকাঠি শহরের কেন্দ্রীয় ইদগাহ ময়দানে জেলা কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান এসব কথা বলেন ।
জেলা আমির এডভোকেট মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে নায়েবে আমীর এডভোকেট বিএম আমিনুল ইসলাম ও সেক্রেটারী অধ্যক্ষ মো: ফরিদুল হক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল, কেন্দ্রীয় মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য, বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর, কেন্দ্রীয় মজলিসে শূরা ও বরিশাল অঞ্চল টিম সদস্য, এ. কে.এম ফখরুদ্দিন খান রাযী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বরিশাল জেলা আমীর অধ্যাপক মোহাম্মদ আব্দুর জব্বার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি মজলিসে শূরা সদস্য লস্কর মোহাম্মদ তসলিম, পিরোজপুর জেলা আমির মো: তোফাজ্জেল হোসেন ফরিদ, সাবেক এজিএস ও জামায়াতের ঢাকা মহানগর উত্তর ব্যবসায়ী বিভাগের সিনিয়র সহ-সভাপতি ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ নেয়ামুল করিম, বিশিস্ট ইসলামী চিন্তাবিদ ড. ফয়জুল হক, ঝালকাঠি জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল হাই, জেলা ছাত্র শিবিরের সভাপতি এম সায়েম প্রমুখ।
Leave a Reply