মঙ্গলবার (১১ফেব্রুয়ারিতে) বেলা ১১টায় শ্রীপুর উপজেলা শিল্পাঞ্চল শ্রমিক দলের সাবেক আহ্বায়ক কাজল ফকির ও শ্রীপুর উপজেলা শিল্পাঞ্চল শ্রমিক দলের সদস্য সচিব রানা আহমেদ আকন্দের নেতৃত্বে মাওনা চৌরাস্তা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবদা মোড় থেকে মিছিল শুরু করে দুই কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে উড়াল সেতুর নিচে গিয়ে আনন্দ মিছিলটি শেষ হয়,পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আনন্দ মিছিল শেষে জনসাধারণের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এসময় আনন্দ মিছিলে অংশ গ্রহণ করেন, আঞ্চলিক শ্রমিক দলের সভাপতি ময়েজউদ্দিন মোল্লা ও মাওনা আঞ্চলিক সাধারণ সম্পাদক মাহাবুব আলম জামাল,শ্রীপুর উপজেলা বিদ্যুৎ ইউনিট শ্রমিক দলের সভাপতি নুরুল কবির ও উপজেলা বিদ্যুৎ ইউনিট শ্রমিক দলের সাধারণ সম্পাদক রুবেল মন্ডলসহ আনন্দ মিছিলে কয়েক হাজার নেতাকর্মী অংশ গ্রহণ করেন।আনন্দ মিছিল শেষে নেতাকর্মীসহ জনসাধারণের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
Leave a Reply