1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সালমানের দোসররা সক্রিয়, দুদকের তদন্তে বাধা! - Bangladesh Khabor
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
পরিবর্তন চাইলে হাঁ ভোট দিন জয়পুরহাটে ফারুক ই আজম, বীর প্রতীক বক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জামায়াতের আমীর সড়ক দুর্ঘটনায় নিভে গেল কোটালীপাড়ার পাঁচ পরিবারের আলো অভিযানে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে র‌্যাব কর্মকর্তা নিহত ৫৯ শতাংশ ভোটকেন্দ্র ‘ঝুঁকিপূর্ণ’: স্বরাষ্ট্র উপদেষ্টা ‘হ্যাঁ’ ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময় ‘এই ভোট হবে নতুন বাংলাদেশ গড়ার পক্ষে-বিপক্ষে’ ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে, নিহত বেড়ে ৬ প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের বৈঠক

সালমানের দোসররা সক্রিয়, দুদকের তদন্তে বাধা!

  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২২ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : বিদেশি কোম্পানির শেয়ার কিনে তা উচ্চমূল্য দেখিয়ে বিদেশে অর্থপাচার করতে চেয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

জুলাই বিপ্লবের পর শেখ হাসিনা পালিয়ে গেলে গ্রেফতার হন তিনি। তবে বহুল আলোচিত ‘দরবেশ’ খ্যাত সালমান এফ রহমান কারাবন্দি থাকলেও তার চক্রের সদস্যরা এখনো সক্রিয়। এদের অন্যতম সাবেক সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী। তিনি সালমান এফ রহমানের অসমাপ্ত কাজ সমাপ্ত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তার এ কাজে সহায়তা করছেন বিএনপি সমর্থিত প্রভাবশালী একাধিক সিনিয়র আইনজীবী। বিষয়টি নিয়ে উচ্চ আদালতপাড়ায় নানা গুঞ্জন চলছে। সংশ্লিষ্ট সূত্রে চাঞ্চল্যকর এসব তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, সুইজারল্যান্ডভিত্তিক ওষুধ কোম্পানি নোভার্টিস বাংলাদেশ লিমিটেড তাদের ৬০ শতাংশ বা ৯ লাখ ৭৫ হাজার শেয়ার সালমান এফ রহমানের কোম্পানি বেক্সিমকো ফার্মার কাছে বিক্রির সিদ্ধান্ত নেয়; কিন্তু সরকার পতনের পর তারা ওই চুক্তি থেকে সরে আসে। পরে তারা রেডিয়েন্ট ফার্মার কাছে ২৩০ কোটি টাকায় বিক্রির প্রস্তাব অনুমোদন করে। আর এ কোম্পানির চেয়ারম্যান পতিত সরকারের আরেক দোসর ও সালমান এফ রহমানের ঘনিষ্ঠ সহযোগী নাসের শাহরিয়ার জাহেদী।

তিনি ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য। তার ওপর ভর করেই শেয়ার বিক্রির টাকা বিদেশে পাচারের চেষ্টা করছে চক্রের সদস্যরা।

এদিকে এই অতিমূল্যায়িত শেয়ারের অর্থ দেশের বাইরে পাচার করা হয়েছে মর্মে উল্লেখ করে, সুপ্রিম কোর্টের আইনজীবী ইকতান্দার হোসাইন হাওলাদার বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নরকে (বৈদেশিক মূদ্রা বিনিময় বিভাগ, বিনিয়োগ ও শেয়ার হস্তান্তর শাখা) উকিল নোটিশ পাঠান।

ওই নোটিশে শেয়ারের অতিমূল্যায়িত অর্থ বিগত ফ্যাসিস্ট সরকারের দোসরদের সুবিধা দেবে বলে তা বাতিল করার আবেদন করেন। এতে আলোচিত শেয়ারের বাজারমূল্য সঠিকভাবে যাচাইয়ের কথাও বলা হয়েছে।

অন্যদিকে শেয়ারের অতিমূল্যায়িত অর্থ যাতে দেশের বাইরে যেতে না পারে সে লক্ষ্যে অ্যাডভোকেট ইকতান্দার হোসেন হাওলাদার হাইকোর্টে জনস্বার্থে রিট করেছেন। দুদকের আইনজীবীর তদন্ত কার্যক্রম গ্রহণের আশ্বাসে প্রথমে মামলাটি এক মাসের জন্য স্টান্ডওভার দিয়েছিলেন আদালত।

কিন্তু পরে বিএনপিপন্থি সিনিয়র আইনজীবিদের প্রভাবে মামলাটি পুনরায় তালিকাভুক্ত করেন আদালত। অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল, বি এম ইলিয়াস কচি, ব্যারিস্টার সাজ্জাদ হায়দারসহ অন্যদের উপস্থিতিতে মামলাটি কার্যতালিকা থেকে বাদ দেয়া হয়। সরকারের পক্ষে মামলাটিতে শুনানি করেন অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল অনিক আর হক।

এ বিষয়ে রিট আবদেনকারী আইনজীবী ইকতান্দার হোসাইন হাওলাদার বলেন, বহুজাতিক কোম্পানি নোর্ভাটিসের শেয়ার যাচাই-বাছাই না করে রেডিয়েন্টের কাছে হস্তান্তরের বিষয়ে তদন্ত চেয়ে জনস্বার্থে রিট করেছিলাম। দুদকের আইনজীবী তদন্তের আশ্বাসে আদালত এক মাসের জন্য মামলাটি মুলতবি করেন।

তিনি বলেন, দুদকের তদন্ত বাধাগ্রস্ত করতে ও আদালতে এ বিষয়টিকে প্রতিহত করতে অপ্রত্যাশিতভাবে আওয়ামী দোসরদের পক্ষে আমাদের সিনিয়র নেতারা যেভাবে উপস্থিত হয়েছেন তাতে আমি বিস্মিত এবং বিব্রত হয়েছি।

জানা গেছে, সোমবার বিচারপতি মো. খায়রুল আলম এবং বিচারপতি কেএম ইমরুল কায়েশের আদালতে বিষয়টির শুনানি হয়। রেডিয়েন্টের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল, বিএম ইলিয়াস কচি, ব্যারিস্টার সাজ্জাদ হায়দার ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বেশ কয়েকজন আইনজীবী।

আরও জানা গেছে, পিটিশনার অ্যাডভোকেট ইকতান্দার হোসেন হাওলাদারের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী, অ্যাডভোকেট বেলায়েত হোসেন, অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া ও পিটিশন আইনজীবী ব্যারিস্টার নূর উস সাদিক। আদালতে মেনশন করে শুনানির জন্য পর্যাপ্ত সময়ের আবেদন করা হয়।

সময়ের আবেদন নামঞ্জুর করায় পিটিশনারের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি আউট অব দি লিস্ট করেন আদালত; যা পরবর্তীতে অন্য কোনো হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য নির্ধারিত হবে।

সংশ্লিষ্টরা জানান, গত ২৩ জানুয়ারি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে পাঠানো নোটিশে শেখ হাসিনা এবং তার পরিবারে স্বার্থসংশ্লিষ্ট রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড কর্তৃক বহুজাতিক ওষুধ কোম্পানি নোভার্টিজের শেয়ার ক্রয়ের মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বিদেশে পাচার ও মানিল্ডারিং প্রতিরোধের আহ্বান জানানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, সালমান এফ রহমানের অবর্তমানে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী শেখ হাসিনা ও তার পরিবারের ব্যবসায়িক স্বার্থসংশ্লিষ্ট বিষয় দেখভাল করছেন।

নোটিশে আরও বলা হয়েছে, উক্ত শেয়ারের মূল্য নির্ধারণের ক্ষেত্রে বাজার মূল্য বিবেচনায় না নিয়ে গোপন চুক্তির ভিত্তিতে অতিরিক্ত বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে। এমতাবস্থায় প্রকৃত বাজার মূল্য ব্যতিরেকে অনাবাসী শেয়ারধারীদের অতিরিক্ত মূল্য পরিশোধ করলে বিপুল অঙ্কের বৈদেশিক মূদ্রা বাংলাদেশ থেকে চলে যাবে; যা মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা ২০১৯ এর অধীনে অপরাধ।

এছাড়া রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড শেখ হাসিনা ও তার পরিবারের স্বার্থসংশ্লিষ্ট। আলোচ্য অনাবাসী শেয়ারধারীদের সঙ্গে লেনদেনের ক্ষেত্রে তারা ইচ্ছাকৃতভাবে শেয়ারের অতিরিক্ত মূল্য প্রদর্শন করে বিপুল পরিমাণ বৈদেশিক মূদ্রা পাচার করার অপচেষ্টা করছে। উক্ত অর্থ পরবর্তীতে শেখ হাসিনা ও তার পরিবারের দেশবিরোধী কাজে ব্যবহার করতে পারে।

এছাড়া রেডিয়েন্টের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ নেতা। তিনি পতিত সরকারের সবশেষ বিনা ভোটের নির্বাচনে ডামি প্রার্থী ছিলেন। শেখ হাসিনার ইশারায় তাকে বিজয়ী করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION