তিনি অভিযোগ করেন, পার্শ্ববর্তী ধনকুড়াইল গ্রামের মৃত কেরামত আলীর ছেলে খলিলুর রহমান, মোতাহার, নাসির, এজাহার, সাইদুল, জাহিদুল। খলিলুরের ছেলে শাহিনুর, সুজন, মৃত মোজাহার আলীর স্ত্রী বেদে দেওয়া মালিপাড়া গ্রামের জারিফ আকন্দের ছেলে দুদুমিয়া ওরফে বুদা, বুদার স্ত্রী সুফিয়া বেগম, শাহিনুরের স্ত্রী ছাগিরাসহ সঙ্গীয় ও দলবলসহ গত ৭ ফেব্রুয়ারি রাতে তার (নূরনবী মিল্টনের) ৫১ শতক জমি থেকে আধা পাক সরিষা চুরি করে নিয়ে যায়, যা অভিযুক্তদের মধ্যে মোতাহারের খুলিয়ানে দেখা গেছে।
গত বছরের হিসাব অনুযায়ী ওই জমি থেকে তার ৮ মন সরিষা হওয়ার কথা। এতে তার ২৪ হাজার টাকার সরিষা হয়েছে বলে অভিযোগ করেন মিল্টন।
এ ব্যাপারে গত ৮ ফেব্রুয়ারি ক্ষেতলাল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply