পরিমল বিশ্বাস : সোনারগাঁয়ে সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে জাতীয়তাবাদী কৃষক দল সারাদেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশে আয়োজন করছে তারই অংশ হিসেবে সোনারগাঁ উপজেলা সাদিপুর ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
রবিবার বিকেলে বারগাঁও এলাকায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় সাদিপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি সভাপতি শাহ আলম কিরন, এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির ১ নং সহ সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সাবেক সভাপতি এডভোকেট শরিফুল ইসলাম মোল্লা।
বিশেষ অতিথি, নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের নবনির্বাচিত আহবায়ক ডাঃ মোঃ শাহিন মিয়া, নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের নবনির্বাচিত সদস্য সচিব আলম মিয়া, সোনারগাঁ উপজেলা কৃষক দলের আহবায়ক ফজলুর হক ভুঁইয়া, উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দীপু, জামপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি এম এ মিলন ভুঁইয়া, বারদী ইউনিয়ন কৃষক দলের সভাপতি তোফাজ্জল মিয়া, সহ কৃষক দল ও অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সমাবেশে বক্তারা বলেন, কৃষকদের সংগঠিত করার আহ্বান জানান এবং কৃষি কে আরো এগিয়ে নিতে কাজ করে যাবেন বাংলাদেশর অধিকাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল কৃষকরা যাতে ভালো সার কীটনাশক পায় সে লক্ষ নিয়ে কাজ করব। কৃষকদের যেকোনো সমস্যা সমাধান করতে কাজ করে যাবে।
Leave a Reply