গাজীপুর সদর উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নতুন কমিটির আনুষ্ঠানিক পরিচিতি সভা
Update Time :
শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
৩৪৩
জন পঠিত
এম এম দুর্জয়, গাজীপুর : বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের গাজীপর সদর উপজেলার নবগঠিত কমিটির পরিচিতি ও জাতীয়তাবাদী দল বিএনপি’র ৩১ দফা বাস্তবায়ন সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মির্জাপুর ইউনিয়নের তালহা বাজার এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে গাজীপুর সদর উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মোঃ সাইফুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে সদর উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্মে দলের সিনিয়র সহ সভাপতি জাহিদুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আবু তাহের মুসুল্লী,বিশেষ বক্তা বক্তব্য রাখেন,গাজীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন রিজভী।
সদর উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের প্রজন্মে দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি ওবায়দুর রহমান (অটল), গাজীপুর জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি সেলিম উল্যাহ,গাজীপুর জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সাধারণ সম্পাদক রাশিদুল হক রুবেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবির হোসেন রাব্বি,সহ সভাপতি এরশাদ হোসেন।
শ্রীপুর উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি আক্রাম খন্দকার ও সাধারণ সম্পাদক অপু হোসেন মোল্লাহ।
এসময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দল নেতা হাফিজুর রহমান,সোহেল রানা,মোখলেছুর রহমান, আমজাদ হোসেন,সোহেল প্রমুখ।
Leave a Reply