পরিমল বিশ্বাস : সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে বশিরগাঁও এলাকায় ট্রান্সপ্লান্টারের চারা রোপন শুভ উদ্বোধন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
৬ ফ্রেবুয়ারি বৃহস্পতিবার সকালে বশিরগাঁ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে কৃষকদের মাঝে শুভ উদ্বোধন করেন।
এ সময় সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক মুহাম্মদ শাহ আলম, স্বাগত বক্তা সোনারগাঁ উপজেলা কৃষি অফিসার আবু সাঈদ তারেক, বশিরগাঁ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক, জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুল হাসান, অতিরিক্ত উপপরিচালক মুহাম্মদ জহিরুল হক, অতিরিক্ত কৃষি অফিসার মো: মাসুদ রানা, কৃষি সম্প্রসারণ অফিসার ফরহাদ জামান, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, কৃষি কাজকে আরো এগিয়ে নিতে এই মেশিন দিয়ে কাজ করানো হচ্ছে এতে করে সময় বাচবে। কৃষি অফিস থেকে সার বীজ চারা রোপনের ও ধান কাটা বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে। এই মেশিনের মাধ্যমে সারাদিনে প্রায় ২০ থেকে ২৫ বিগার জমির চারা রোপন করা যায়। কৃষকদের যেকোনো সমস্যা সমাধানে আমরা কাজ করে যাব জমিতে। এবং সোনারগাঁয়ে ৩৫ হাজার ৫০০ শত কৃষক পরিবার রয়েছে প্রতিটি কৃষক কে আমরা সরকারি ভাবে সেবা দেওয়ার চেষ্টা করে থাকি তাই আপনাদের যেকানো সমস্যা আমাদের জানাবেন আমরা উপজেলা কৃষি অফিসার সমাধান করে দিবে।
Leave a Reply