পরিমল বিশ্বাস : আড়াইহাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন নারায়ণগঞ্জ-২ আসনের বি.এন.পির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তারের নেতৃত্বে আড়াইহাজার দুপ্তারা ইউনিয়ন ও সাতগ্রাম ইউনিয়নে লিফলেট বিতরণ করেন।
সোমবার সারাদিন ব্যাপী, কালিবাড়ি, পাচরুখি, পুরিন্ডা বাজার ও বিভিন্ন দোকানে গাড়িতে সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন।
এ সময় পথসভায় পারভীন আক্তার বলেন, বিএনপি ক্ষমতা থাকলে দেশের মানুষ শান্তিতে থাকতে পারে। দেশের বর্তমান সংকটের একমাত্র সমাধান দ্রুত নির্বাচন, দ্রব্য মূল্যের উর্দ্ধগতির কারনে সাধারন মানুষ দিশেহারা। নির্বাচিত সরকার ছাড়া এই সংকট নিরসন করা সম্ভব না। অপরাধ মুক্ত আড়াইহাজার উপজেলার প্রত্যেকটা সমাজ গড়াই আমাদের মূল লক্ষ্য। এবং আড়াইহাজার কে মাদকমুক্ত একটি উপজেলা গড়ে তোলার জন্য কাজ করে যাব।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বি.এন.পির সাবেক সহ-সভাপতি শহিদুল্লাহ মিয়া, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন অনু, নারায়ণগঞ্জ জেলা আরাফাত রহমান কোকো স্মৃতিসংসদের আহবায়ক ও যুবদলের সাবেক সহ সভাপতি সালাউদ্দিন মোল্লা, নারায়ণগঞ্জ জেলা জাসাস এর সাধারণ সম্পাদক মাহবুবুর মোল্লা, জিসাস কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি কাজল ফকির, উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতিসংসদের আহবায়ক তসলিম উদ্দিন, জিসাস কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম, আড়াইহাজার উপজেলা তাতী দলের সাবেক সভাপতি সফিকুল ইসলাম সফিক, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম মিয়া, পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি গোলজার হোসেন, বিষনন্দী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সরোয়োর্দী, আড়াইহাজার উপজেলা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি শিরিন সুলতানা মেম্বার, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক পিয়ারা বেগম, পৌর মহিলা দলের সভাপতি মাসুদা বেগম, সাধারণ সম্পাদক মাছুমা বেগম, সহ বিএনপি ও অংগ সংগঠনের অসখ্য নেতৃবৃন্দ।
Leave a Reply