মঙ্গলবার সকালে উপজেলার ১০নং কালাইয়া ইউনিয়নের উত্তর শৌলা গ্রামে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত পিয়ারা বেগম উপজেলার কালাইয়া ইউনিয়নের শৌলা গ্রামের হাসেম মাতুব্বরের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, পিয়ারা বেগমের স্বামী কয়েক বছর পুর্বে মারা যায়। সেই থেকে বাবার বাড়িতে বসবাস করতেন। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলেরা আলাদা আলাদা বসবাস করতেন। ঘটনার দিন সকালে তাকে ডাকাডাকি করে বাড়ির লোকজন। ডাকে সাড়া না পেয়ে ঘরের দরজার ফাঁকা দিয়ে পিয়ারার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, পিয়ারা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply