কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালীতে বোনের বাড়ি বেড়াতে এসে যৌতুক মামলায় গ্রেপ্তার হলেন আমেরিকান প্রবাসি জাহাঙ্গীর কবির ওরফে মাহবুবুর রহমান তালুকদার।
গত ২৪ জানুয়ারী পটুয়াখালী সদর থানা পুলিশের এএসআই মোঃ হুমায়ুন সঙ্গীয় ফোর্স সহ বেলা ১টার দিকে পটুয়াখালীর ফায়ার সার্ভিস সড়ক এলাকা থেকে আসামি জাহাঙ্গীর কবিরকে গ্রেপ্তার করে একই দিন বেলা ২ টায় কোর্টে সোপর্দ করেন।
আসামি জাহাঙ্গীর কবির বরিশাল আলেকান্দার তালুকদার লস্কর লুসা সড়ক এলাকার ফজলুর রহমান তালুকদারের ছেলে।
সূত্রে জানা গেছে, আসামির স্ত্রী রাবেয়া বেগম গত.৩ নভেম্বর ইং তারিখ বাদী হয়ে মোকাম-বিজ্ঞ সি,জি,এম আদালত ঢাকায় এই যৌতুক মামলা দায়ের করেন।যার মামলা নং সি আর ১১৪৫/২৪ ইং।
রাবেয়া পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের তাফাল বাড়িয়া গ্রামের আঃ রব হাওলাদারের মেয়ে।
বাদীর মামলা সূত্রে জানা যায়, গত- ২৩ সালের ১৫ ই সেপ্টেম্বর আসামির বর্তমান ঠিকানা ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা পূর্ব পাড়ার ভাড়া বাড়িতে বসে ধর্মীয় রীতি অনুযায়ী ১০ লক্ষ টাকা দেনমোহরে বিবাহের অনুষ্ঠান সম্পন্ন করে।
রাবেয়া জাহাঙ্গীর দম্পত্তির সংসার কিছুদিন ভালো চল্লেও হঠাৎ করে রাবেয়ার সংসারে শুরু হয় আসামির যৌতুকের নির্যাতন।
Leave a Reply