স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় বান্ধাবাড়ী ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি প্রাণী সম্পদের এআই টেকনিশিয়ান চাচা কাবুল মোল্লা (৪৫) এর হাতে দিন মজুর ভাতিজা রুবেল মোল্লা (২০) খুন হয়েছে।
নিহত রুবেল উপজেলার মধুর নাগরা গ্রামের কৃষক রহিম মোল্লার ছেলে।
সরজমিনে জানা যায়, ধান ক্ষেতে পানি দেওয়াকে কেন্দ্র করে গত রবিবার সন্ধ্যায় কথা কাটাকাটির এক পর্যায়ে মাঠে বসেই কাবুল বেধড়ক মারপিটে আহত করে রুবেলকে। বাড়ী ফিরে স্থানীয় ভাবে চিকিৎসা নেয় রুবেল। অবস্থার অবনতি ঘটলে ১৪ জানুয়ারী মঙ্গলবার দুপুরে কোটালীপাড়া স্বাস্থ্য কেন্দ্রে তাকে ভর্তি করে স্বজনেরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে মৃত্যু হয় রুবেলের। মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে সৃষ্টি হয় ব্যাপক তোলপাড়। গা ঢাকা দেয় অভিযুক্ত কাবুল। নিহতের স্ত্রী মারুফা বেগম সাংবাদিকদের বলেন- আমাদের এক বছর আগে বিয়ে হয়েছে, আমি এখন কি নিয়ে বাচবো, আমি স্বামী হত্যার বিচার চাই।
মা রুবি বেগম বাবা রহিম মোল্লা জানান- কাবুলের মারপিটেই রুবেলের মৃত্যু হয়েছে। লাইজু বেগম, মোরসালিনা বেগম, মোরশেদা বেগম জানায়- কাবুল আওয়ামীলীগ নেতা, লক্ষ লক্ষ টাকা সুদে লাগানো আছে, সে কয়েক দিন আগেও রুবেলকে মারপিট করেছিল, তার মারপিটেই আমার ভাইয়ের মৃত্যু হয়েছে, আমরা সঠিক বিচার চাই।
এ ব্যাপারে অভিযুক্ত কাবুল মোল্লা জানান- রুবেলকে আমি মারিনি, একটা ধাক্কা দিয়েছিলাম। এ বিষয়ে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply