স্টাফ রিপোর্টার : নতুন বাংলাদেশ বিনির্মানে গোপালগঞ্জের কোটালীপাড়ায় “তারুন্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সকাল ১০ টায় হলরুম লাল শাপলায় এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক। উক্ত অনুষ্ঠানে- সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ, বিআরডিবি কর্মকর্তা আবু তাহের হেলাল, যুব উন্নয়ন কর্মকর্তা শাজাহান মোল্লা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিক নূর আলম, প্রভাষক- বীরেন বালা, প্রভাষ চন্দ্র মন্ডল, শিক্ষক- আনোয়ার হোসেন খান, মামুনুর রশিদ, সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস, শিক্ষার্থী- তানজিরুল ইসলাম, নব নিতা রায়, স্বর্না মধু, রাহুল দেব রায়, লাবিব হাসান, অবন্তি বিশ্বাস, তমমী খানম, সবিতা মজুমদার, তাইম খন্দকার সহ অনেকে বক্তব্য রাখেন। এ সময় অন্যদের মধ্যে- উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রভাষক শিক্ষক শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply