1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সীমান্তে কোনো উত্তেজনা নেই, পরিস্থিতি স্থিতিশীল: স্বরাষ্ট্র উপদেষ্টা - Bangladesh Khabor
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জামপুরে কলতাপাড়া বাইতুল আমান জামে মসজিদের ১১ তম ওয়াজ মাহফিল অনুষ্ঠিত মুকসুদপুর-কাশিয়ানী আ.লীগ ঘাঁটি হবে বিএনপির বিজয় : বিএনপি নেতা মেসবাহ আমরা কীভাবে কী করব, বুঝতে পারছি না: আইন উপদেষ্টা জুলাই গণঅভ্যুত্থান ‘২৪-এ শহিদ রথীন বিশ্বাসের সমাধিতে এসএম জিলানীর শ্রদ্ধা অবৈধ ট্রলি বন্ধ করো, করতে হবে”— শিক্ষার্থীদের স্লোগানে মুখর মহাসড়ক! রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও দের লাখের অধিক টাকা জরিমানা গোপালগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও দেড় লাখের অধিক টাকা জরিমানা নভেম্বরে নতুন পোশাক পাচ্ছে পুলিশ নির্বাচন বানচালে হঠাৎ আক্রমণ আসার আশঙ্কা প্রধান উপদেষ্টার

সীমান্তে কোনো উত্তেজনা নেই, পরিস্থিতি স্থিতিশীল: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Update Time : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১৯৮ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই, পরিস্থিতি এখন স্বাভাবিক অবস্থায় আছে। এখন কাঁটাতারের বেড়া নির্মাণ করছে না। পরিস্থিতি স্থিতিশীল আছে। আমরা বলেছি আগামী মাসে বিজিবি ও বিএসএফের মধ্যে ডিজি পর্যায়ে একটা মিটিং আছে, ওই মিটিংয়ে আলোচনা হবে।

 

ভারতের সঙ্গে করা অসম চুক্তি নিয়ে আলোচনা হবে উল্লেখ করে তিনি আরও বলেন, ভারতের সঙ্গে কিছু কিছু অসম চুক্তি করা হয়েছে- এগুলো নিয়ে আলোচনা হবে। আমাদের মন্ত্রণালয় থেকে চিঠিও দিচ্ছি। যেগুলো অসম আছে সেগুলো কিভাবে সমাধান করা যায় তা দেখার জন্য।

 

মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ নগরীর সিটি করপোরেশন শহীদ সাহাবুদ্দিন মিলনায়তনে সশস্ত্র বাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কৃষি মন্ত্রণালয়ের ময়মনসিংহ অঞ্চলের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি পুলিশের ভূমিকা নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, পুলিশের তদন্ত পুলিশ করবে- এটা অন্য কোনো সংস্থা করার সুযোগ নাই। ট্রাইব্যুনালের তদন্তও পুলিশ বাহিনী করবে।  আগের মতো পুলিশ যেন উৎসাহ-উদ্দীপনা এবং তাদের কর্মদক্ষতা ফিরে পায়।

 

সার নিয়ে সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখন সারের কোনো সংকট নেই। আর যদি কেউ সারের কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য  বলা হয়েছে। আর যেসব ডিলাররা এর সঙ্গে জড়িত হবে আগামী মাস থেকে তাদের ডিলারশিপ থাকবে না। কোনো অবস্থাতেই তাদের ছাড় দেওয়া হবে না।

 

তিনি কৃষকদের আশ্বস্ত করে বলেন, তারা অবশ্যই সার পাবে এবং ন্যায্যমূল্যেই পাবে। এ ব্যাপারে সাংবাদিকদের ভূমিকা রাখার আহবান জানান তিনি।

 

সত্য প্রকাশে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিদেশি মিডিয়াগুলো অনেক সময় উলটা-পালটা অনেক খবর প্রচার করত; কিন্তু আমাদের দেশের সাংবাদিকরা সত্যটা প্রকাশ করায় এখন বিদেশি মিডিয়া এখন আর আমাদের বিরুদ্ধে অপপ্রচার করতে পারে না। এজন্য তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং সব ক্ষেত্রে সাহায্য সহযোগিতা প্রত্যাশা করেন।

 

মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ, রেঞ্জ ডিআইজি ড. আশরাফুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, ৭৭ ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন হায়দার, ব্যাটল গ্রুপের কমান্ডার কর্নেল মাহমুদুল হাসান, ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলমসহ চার জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনাবাহিনী ও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এর আগে তিনি আইনশৃঙ্খলা ও কৃষিসহ অন্যান্য বিষয়ে আলোচনা করেন এবং যেসব সমস্যার কথা আলোচিত হয়েছে সেই বিষয়গুলো তার মন্ত্রণালয় ছাড়াও অন্য মন্ত্রণায়ের উপদেষ্টাদের অবহিত করা হবে বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION