বাংলাদেশ খবর ডেস্ক,
আইসিসির দশকসেরা টেস্ট এবং একদিনের দলে নাম উঠেছে ইংল্যান্ড দলের অলরাউন্ডার বেন স্টোকসের। এতে তার খুশি হওয়ার কথা। উল্টো আইসিসির বিরুদ্ধে অভিযোগ করে বসলেন তিনি। অবশ্য দশকসেরায় ঠাঁই পাওয়ার বিষয়ে নয়, তার অভিযোগ অন্য জায়গায়। দশকসেরা টেস্ট ও ওয়ানডে দলে থাকা স্টোকসকে বিশেষ দুটি টুপি উপহার দিয়েছে আইসিসি। কিন্তু সেই টুপি পছন্দ হয়নি এই অলরাউন্ডারের। তার মতে, টুপিতে অস্ট্রেলীয় ছোঁয়া রয়েছে। বৃহস্পতিবার দুটি টুপি পরেই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন স্টোকস। ক্যাপশনে লেখেন– ‘এই দুটো টুপি পরতে পেরে আমি গর্বিত। তবে একটা টুপি মনে হচ্ছে ঠিক নয়; অনেকটা ব্যাগি গ্রিনের মতো।’
উল্লেখ্য, অস্ট্রেলীয় ক্রিকেটের সঙ্গে ‘ব্যাগি গ্রিন’ শব্দটি অঙ্গাঙ্গীভাবে জড়িত। টেস্ট দলে অভিষেককালে সবুজ রঙের ঐতিহ্যবাহী টুপি তুলে দেয়া হয় ক্রিকেটারের মাথায়। স্টোকসের মতে, টুপির রঙ ও ডিজাইন অনেকটা অস্ট্রেলীয় সেই টুপির মতো। বেন স্টোকসের এমন অভিযোগ স্বীকার করে নিয়েছে আইসিসি। মজার ছলে হলেও এভাবে টুপির ডিজাইন করার জন্য স্টোকসের কাছে ক্ষমা চেয়েছে আইসিসি।
তথ্যসূত্র: ক্রিকটুডে, টুইটার
Leave a Reply