স্টাফ রিপোর্টার : ‘‘নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় এক বর্নাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে ওয়াকাথন ও কল্যাণরাষ্ট্র গঠনে এক মুক্ত আড্ডার আয়োজন করে উপজেলা সমাজসেবা কার্যালয়। উক্ত মুক্ত আড্ডায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার রাকিবুল হাসান শুভ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহিনুর আক্তার।
এ সময়- উপজেলা প্রকৌশলী শফিউল আজম, মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিক নুর আলম, মাওলানা মোস্তফা কামাল সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply