স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়া স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন ঔষধের দোকানে অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।
মঙ্গলবার বিকালে এক্সিকিউটিভ মেজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্রতিক দত্ত এ অভিযান পরিচালনা করেন।
এ সময় ২ বছর পূর্বে মেয়াদ উত্তীর্ন ঔষধ রাখার দায়ে মা মেডিকেল হল কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও মেয়াদ উত্তীর্ন ও মূল্য তালিকা বিহীন ঔষধ বিক্রি, ফ্রিজ না থাকা এবং কাগজ পত্র জটিলতার কারনে, ঔষধ ও কসমেটিক্স আইন ২০২৩ এর ৪০(খ) ধারায় কাসেম ড্রাগস হাউস ৩, ফ্রেন্ডস মেডিকেল হল ৩, মেসার্স শিকদার ফার্মেসী ৩, শেখ ফার্মেসী ৩, মেসার্স সবুজ ফার্মেসী ৩ ও খান ফার্মেসীকে ১ হাজার টাকা সহ মোট ৭টি প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করে আভিযানিক টিম। সেই সাথে রেজিস্ট্রার্ড চিকিৎসকের পরামর্শ ব্যাতিত ঘুমের ঔষধ বিক্রি না করার ও পরামর্শ প্রদান করা হয়।
অন্যদিকে অভিযানের খবর পেয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে সঠকে পড়ে একাধিক ঔষধ ব্যবসায়ী।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শাহিনুর আক্তার বলেন- জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় ঔষধ তত্তাবধায়ক বিথী রানী মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মৃদুল কুমার দাস সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন।
Leave a Reply