স্টাফ রিপোর্টার : “নারী-কন্যার সুরক্ষা করি সহিংসতা মুক্ত বিশ্ব গড়ী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর-১০ ডিসেম্বর) ও রোকেয়া দিবস- ২০২৪ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে এক বর্নাঢ্য শোভা যাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হলরুম লাল শাপলায় এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রী ময়ী বাগচী। এ সময়- সহকারী কমিশনার (ভূমি) প্রতিক দত্ত, বিআরডিবি কর্মকর্তা আবু তাহের হেলাল, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, সমবায় কর্মকর্তা সুমনা রায়, তথ্য সেবা কর্মকর্তা ইন্দ্রানী বাগচী, মহিলা ইউপি সদস্য স্বপ্না হালদার, রেখা রানী ওঝা সহ অনেকে বক্তব্য রাখেন।
অন্যদের মধ্যে- উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, নারী নেত্রী বৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সব শেষে শ্রেষ্ঠ জয়ীতাদের সংবর্ধনা ও পুরুষ্কার প্রদান করা হয়।
Leave a Reply