পরিমল বিশ্বাস, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে বন্দর উপজেলা মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন কেন্দ্রীয় কমিটির সাবেক উপদেষ্টা, ও লাঙ্গলবন্দ দেবতা সেবায়েত সমাজ কল্যান সংঘ এর সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা অনুভব বহুমুখী সমবায় সমিতির লি: এর সাধারণ সম্পাদক ও বন্দর উপজেলা হিন্দু কল্যান সংস্থার সভাপতি শ্রী বিমল চন্দ্র বিশ্বাস পরলোক গমন করেন।
১০ ডিসেম্বর মঙ্গলবার রাত ২ টার সময় শারীরিক অসুস্থতা জনিত কারণে নিজ বাড়িতে পরলোক গমন করেন।
পরলোক গমন কালে তিনি অনেক গুনীজন রেখে যান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, লাঙ্গলবন্দ দেবতা সেবায়েত সমাজ কল্যান সংঘ এর সভাপতি বাবুল হাওলাদার, সহ সভাপতি লিটন ঘোষ, প্রচার সম্পাদক হরিনাথ, কোষাধক্ষ রতন দাস, কৃঞ্চ ঘোষ, সাংগঠনিক সম্পাদক বিকাশ চন্দ্র হাওলাদার, নারায়ণগঞ্জ জেলা হিন্দু কল্যান সংস্থার সাধারণ সম্পাদক শম্ভুনাথ দে, সহ আত্মীয়স্বজন গুনীজনরা সহপাঠী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এ সময় তার পরিবারের সাথে কথা বলে জানা যায়, তিনি গত একমাস আগে স্টোক করেন সেখান থেকেই তার শারীরিক অসুস্থ হয়ে উঠে। মঙ্গলবার রাত ২ টার সময় পরলোক গমন করেন। তার এই অকাল মৃত্যুতে আমরা গভীরে ভাবে শোকাহত এত অল্প তিনি আমাদের ছেড়ে চলে যাবে তা কখনো ভাবিনি।
তিনি ছিলেন আমাদের পরিবারের মধ্যে একজন ভালো লোক লাঙ্গলবন্দ মহাতীর্থ বন্দে স্নানের সময় ও লাঙ্গলবন্দে শারদীয় উৎসবের সময় ও কীর্তিনের ১ মাস আগে থেকে অনেক পরিশ্রম করতেন সবাইকে নিয়ে অনুষ্ঠান গুলো সফল করতেন। তার এই মৃত্যতে আত্মাীয়াজন সহপাঠীরা ও এলাকাবাসীরা সমবেদনা জানিয়েছেন। তার অভাব কেউ পুরন করতে পারবে না তাই সকলের নিকট আশীর্বাদ কামনা করি তিনি যেন স্বর্গবাসী হোন।
Leave a Reply