স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় দুটি মটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে শেখ লুৎফর রহমান আদর্শ সরকারী কলেজের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী এক সন্তানের জনক পল্লব অধিকারী প্রীয় (২৩) নিহত হয়। সে উপজেলার কলাবাড়ী ইউনিয়নের মাছপাড়া গ্রামের পুনেন্দ্র অধিকারীর ছেলে।
শনিবার সন্ধ্যায় কোটালীপাড়া-ধারাবাশাইল সড়কের আলিঠাপাড়া কবরস্থান সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় একই গ্রামের পরিক্ষীত অধিকারীর ছেলে মোটর সাইকেল চালক পলাশ অধিকারী (২৫), পিঞ্জুরী গ্রামের আবু জাফর তালুকদারের ছেলে রাজু তালুকদার (২৪) এবং তার সাথে থাকা একই গ্রামের হারুন তালুকদারের ছেলে মোরছালিন তালুকদার (২৬) সহ তিন জন গুরুতর আহত হয়।
হতাহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে নিয়ে আসে পথচারীরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পল্লবের মৃত্যু হয়। অবস্থার অবনতি ঘটলে আহত তিনজন কে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ ও ঢাকা প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহতের মটর সাইকেল টি উপজেলা সদর থেকে চৌধুরীর হাট বাজারের দিকে যাচ্ছিলো। ঘটনা স্থলে পৌছালে বিপরীত দিক থেকে আসা বে-পরোয়া গতির একটি মোটর সাইকেল সজোরে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
এ বিষয়ে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে, লাশ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply