পরিমল বিশ্বাস, সোনারগাঁও : সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রাষ্ট্র মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সকলের মাঝে লিপলেট বিতরণ করেন ও ৩ নং ওয়ার্ডে মাঝেরচর স্টানে বিএনপির কার্যালয় শুভ উদ্বোধন করেন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকেলে জামপুর মাঝেরচর স্টানে এ কর্মসুচি পালন করেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক।
বিশেষ অতিথি জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার, জামপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি গিয়াসউদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার ফারুক আহম্মেদ, সিনিয়র সহ সভাপতি হাফেজ আহম্মেদ, উপজেলা জাসাস এর সভাপতি আমির হোসেন, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শাহিন সরকার, সাধারণ সম্পাদক হাজী ইলিয়াস মিয়া এলি, সিনিয়র সহ সভাপতি ফারুক আহম্মেদ, সহ সভাপতি আব্দুর রহমান, সহ অংগ সংগঠনের নেতাকর্মীরা ও গণ্যমান ব্যাক্তির্বগরা উপস্থিত ছিলেন।
এ সময় আল মুজাহিদ মল্লিক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত নিদের্শনায় রাষ্ট্র মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লক্ষে সকলের কাছে তারেক রহমানের বার্তা পৌঁছে দেওয়ার জন্য জামপুর ইউনিয়নে বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণের কর্মসুচি শুরু করা হয়। আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার প্রতয় নিয়ে সামনে এগিয়ে যাব এবং দেশে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র চলছে সব সময় সজাগ থাকতে হবে যেকোনো নৈরাজ্য রুখতে সকলে ঐকবদ্ধ হয়ে কাজ করে যাব। জামপুর ইউনিয়ন বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা সব ঐক্যবদ্ধ আছে সকলকে একসাথে নিয়ে কাজ করে যাব বিএনপি কে সুসংগঠিত করে তুলতে হবে।
Leave a Reply