স্টাফ রিপোর্টার : ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় হলরুম লাল শাপলায় এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
উক্ত স্মরণ সভায় সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী অফিসার শাহিনুর আক্তার।
এ সময় বক্তব্য রাখেন- শহীদ রথিন বিশ্বাসের স্বজন মাধবী বাড়ৈ, আহত- রাজু তালুকদার, হামিম বিশ্বাস, অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, সমাজ সেবা কর্মকর্তা রাকিবুল হাসান সুভ, মাওলানা ইলিয়াস হোসেন, সাংবাদিক- মিজানুর রহমান বুলু, রনি আহম্মেদ।
অন্যদের মধ্যে- বিআরডিবি কর্মকর্তা আবু তাহের হেলাল, প্রকৌশলী শফিউল আজম, স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ মৃদুল কুমার দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুর রহমান, যুব দল সদস্য সচিব মান্নান শেখ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সব শেষে শহীদ পরিবার ও আহতদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।
Leave a Reply