বৃহস্পতিবার বিকাল চারটার দিকে ছাত্র-জনতার উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
বাউফল সরকারি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাবলিক মাঠে এসে শেষ হয়। পরে বাউফল মুক্তমঞ্চ এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, বাউফল সরকারি কলেজের শিক্ষার্থী মোঃ রুহুল আমিন, মোঃ নাঈম, মাওঃ আল আমিন প্রমুখ।
এসময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি, উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন ইসকনের সকল কার্যক্রম বন্ধে ও ইসকনের সংগঠনকে নিষিদ্ধ করার দাবি জানান বক্তারা।
Leave a Reply