এস.এম দুর্জয়, গাজীপুর : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অন্যায় সাজা বাতিল ও সব মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে আসার পরিবেশ তৈরি করার দাবিতে এবং ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির দাবিতে এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে,গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি বাজারে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ- স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা:এস এম রফিকুল ইসলাম বাচ্চুর নির্দেশনায় এ বিক্ষোভ মিছিলে অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে হাজারো নেতাকর্মী অংশ গ্রহণ করেন।
বুধবার (২৭ নভেম্বর) বিকাল ৫ টায় উপজেলার টেপির বাড়ি বাজারে মাওনা-বরমী আঞ্চলিক প্রদান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শেষ হয়।
পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শ্রীপুর উপজেলা শিল্পাঞ্চল শ্রমিক দলের সদস্য সচিব রানা আহম্মেদ আকন্দের সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে এসময় উপস্থিত ছিলেন,তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নূরুল আমীন আকন্দ,শ্রীপুর উপজেলা শিল্পাঞ্চল শ্রমিক দলের সাবেক আহ্বায়ক কাজল ফকির,তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম লিটন,উপজেলা উলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ নজরুল ইসলাম,আব্দুল আউয়াল কলেজের প্রতিষ্ঠাতা আতাউর রহমান খোকন,শ্রীপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এরশাদ সরকার, শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সি:যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম নয়ন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শরাফত হোসেন, তেলিহাটি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আতিক বন্ধকশীসহ শ্রীপুর উপজেলার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মী বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন।
Leave a Reply