ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধায় জলবায়ু পরিবর্তন ও নিরাপদ অভিবাসন বিষয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের আয়োজনে এ ডাবলু ও অর্থায়নে বাস্তবায়িত প্রোসপারেটি প্রকল্পের মাধ্যমে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক নেছারুল হক, কারিগারি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী আব্দুর রহিম, প্রবাসী কল্যাণ ব্যাংকের ম্যানেজার আমজাদ হোসেন, জিইউকের সমন্বয়কারী আফতাব হোসেন ও জয়া প্রসাদ।
এসময় বক্তারা জলবায়ু পরিবর্তনের ফলে নদী ও চরাঞ্চলের মানুষজন দেশ ও বিদেশে স্থানান্তরিত হয়। বিদেশ গমনের ক্ষেত্রে অনেকে নানাভাবে প্রতারিত হয়। এজন্য সরকারের মাধ্যমে বৈধভাবে প্রশিক্ষণ নিয়ে বিদেশ গমনের বিষয়ে আলোচনা ও অভিমত ব্যক্ত করেন।
Leave a Reply