ডেস্ক রিপোর্ট :বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সফল হতে হলে অন্তর্বর্তী সরকারের কাজে ডাবল ইঞ্জিনের গতি আনা জরুরি। ছাত্র-শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারকে তাদের বিভিন্ন পদক্ষেপের দৃশ্যমান সাফল্য দেখাতে হবে।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের স্বপ্ন আকাঙ্ক্ষা যাতে হতাশায় পরিণত না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। কোনো কোটারী স্বার্থে অন্তর্বর্তী সরকারের ব্যবহৃত হবার কোনো সুযোগ নেই। শুক্রবার বিকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাব চত্বরে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ছাত্র রাজনীতি নয়, বন্ধ করতে হবে ছাত্র রাজনীতির নামে দখলদারিত্ব, গুণ্ডামি ও সন্ত্রাস। জরুরি ভিত্তিতে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেনাবাহিনীর সদস্যদের দায়িত্বশীলতার সঙ্গে তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ব্যবহার করতে হবে।
তিনি আরও বলেন, ওসমান পরিবার পালিয়েছে সত্য। কিন্তু তাদের মতো আর কোনো মাফিয়ারা যাতে জেলায় জেলায় জন্ম নিতে না পারে তা নিশ্চিত করতে হবে। তিনি ত্বকী ও সাংবাদিক সাগর-রুনি হত্যার মতো লোমহষর্ক হত্যাকাণ্ডের অগ্রাধিকার ভিত্তিতে বিচার করার দাবি জানান।
Leave a Reply